মুজিব বর্ষ উপলক্ষে "বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল" আয়োজন করছে "মুজিব বর্ষ বিতর্ক প্রতিযোগিতা। গত ২৮ মার্চ, ২০২১ তারিখে এ বিষয়ে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল হতে পরিপত্র জারি করা হয়। পুরো প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবেঃ
১. জেলা পর্যায়
২. বিভাগ পর্যায়
৩. আঞ্চলিক পর্যায়
ইতিমধ্যে জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই পর্যায়ের সময়সীমা শেষ হবে ২০ জুন, ২০২১ তারিখে। উক্ত সময়সীমার ভিতরে প্রতিটি জেলা হতে বিজয়ী ২ টি টিমের তালিকা বাংলাদেশ স্কাউটস রোভা অঞ্চলে প্রেরণ করার জন্য বলা হয়েছে।
পুরো প্রতিযোগিতার কারিগরী সহায়তায় কাজ করছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল পরিচালিত "পিআর, মার্কেটিং ও আইসিটি টাস্কফোর্স।"
বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী:
১। বিতর্ক প্রতিযোগিতাটি সনাতনী পদ্ধতিতে সম্পন্ন হবে।
২। প্রতি দলে ৩ জন সদস্য থাকবে এবং তালিকার সাথে অপেক্ষমান ১ জনের নাম প্রেরণ করতে হবে।
৩। জেলা পর্যায়ে অঞ্চল কর্তৃক নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতা করতে হবে (বিভাগীয় এবং অঞ্চল পর্যায়ে বিষয় পরবর্তীতে জানানো হবে)।
ক) বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তিই একমাত্র উপায়।
খ) প্রকৃত শিক্ষার অভাবই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্তরায়।
৪। মূল পর্বে প্রত্যেক বিতার্কিকের জন্যে ৫ মিনিট এবং যুক্তি খন্ডন পর্বে ৩ মিনিট করে বরাদ্দ থাকবে (মূল পর্বে ৮ মিনিট পর একটি সতর্ক সংকেত এবং যুক্তি খন্ডন পর্বে ২ মিনিট পরে একটি সতর্ক সংকেত দিতে হবে)।
৫। জেলা পর্যায়ে প্রতিযোগীতার আয়োজন করে প্রত্যেক জেলা থেকে ক্রমানুসারে সেরা তিনটি দলের নাম এবং সাথে রোভারদের নাম, ফোন নম্বর, ই-মেইল, দলের নাম, রোভার লিডারের নাম, রোভার লিডারের ফোন নম্বর, ই-মেইল প্রেরণ করতে হবে।
৬। প্রতি জেলা থেকে প্রেরণকৃত দলগুলো নিয়ে জুলাই থেকে সেপ্টেম্বের ২০২১ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বাছাইকৃত সেরা দলগুলো নিয়ে অঞ্চল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৭। জেলা পর্যায়ে বিতর্ক ২০ জুন, ২০২১ এর মধ্যে শেষ করতে হবে এবং ৩০ জুন, ২০২১ এর মধ্যে সেরা তিন দলের তালিকা অঞ্চলে প্রেরণ করতে হবে এবং ৩০ জুন, ২০২১ তারিখের পর জেলা থেকে প্রেরণকৃত কোন নামই গ্রহণযোগ্য হবে না।
৮। বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পর্কিত যে কোন বিষয়ে বাংলাদেশ স্কউটস রোভার অঞ্চলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। কোয়ার্টার ফ্ইানাল পর্বে উত্তীর্ণ দল সমূহকে সেমিফাইনাল পর্বে অংশগ্রহণের জন্য ২১ অক্টোবর, ২০২১ তারিখে সকাল ৮ টার মধ্যে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে রিপোর্ট করতে হবে।
১০। আগামী ২৩ অক্টোবর, ২০২১ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে সেরা ইউনিটসমূহকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
১১। জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করতে যে কোন সহযোগিতার প্রয়োজন হলে রোভার অঞ্চলের মাধ্যমে রোভার অঞ্চলের পি. আর. মার্কেটিং এন্ড আইসিটি টাস্ক ফোর্সের সহযোগিতা নেয়া যেতে পারে। এ ক্ষেত্রে জনাব
১. মো: আওলাদ হোসেন মারুফ-(০১৯১২৩৬৮৭৮৯)
২. হাফিজুর রহমান রাহাদ- (০১৭৪৮৪৩১৫৬২)
৩. রাকিবুল হাসাব রাফি- (০১৪০৭৭১০৫৩২)
৪. মেহেদী হাসান- (01916649122)
এর সাথে মোবাইল ফোনে অথবা ই- মেইলে (info.roverbd@gmail.com) যোগাযোগ করা যেতে পারে।
মুজিব বর্ষ বিতর্ক প্রতিযোগিতার সর্বশেষ খবরাখবর জানতে ভিজিট করুন https://www.facebook.com/bsrover